Header Ads

তোমার

তোমার রাত্রি, বাতাস অথবা সূর্যোদয় আলিঙ্গন করিনি আমি,
শুধু ধরেছি তোমার মৃত্তিকা, থোকাথোকা ফলের পরম অস্তিত্ব,
জলের মিষ্টতা পান করে টুসটুসে হওয়া বৃতিবান আপেল
তোমার সুরভিত গ্রামের কাদা আর বৃক্ষের আঠালো রজন।
তোমার চোখ যেখানে থেকে হেঁটে আসে, সেই আদি গ্রাম
কুইন্চামালি থেকে ফ্রন্তেরায়, যেখানে তোমার যুগল পা আমার হৃদয় নাড়ায়
তুমি সেই পরিচিত কালো কাদা আমার:
তোমার কোমর দু’হাতে ধরে ফের অনুভব করি ক্ষেতময় যবের ফসল।
আরাউকো থেকে জেগে ওঠা নারী, তুমি জানো কি
তোমাকে ভালবাসার আগে কী ভাবে তোমার চুম্বন বিস্মৃত থাকি
অথচ না জেনেই আমার হৃদয় হেঁটে যায়, তোমার মুখ মনে করে
শুধু হেঁটে যায়, একজন ক্ষতবিক্ষত মানুষের মত,
যতক্ষণ না উপলব্ধি করি, ভালবাসা।
যতক্ষণ না আমি সেই আশ্চর্য মাটিতে এসে পৌঁছই, যে ভুঁই চুম্বন আর আগ্নেয়গিরি সমৃদ্ধ.
Our Facebook Page Link

No comments

Powered by Blogger.