জীবনের মানে ব্যাক্তি বিশেষে বিস্তর পার্থক্য দেখা যায়
জীবনের মানে ব্যাক্তি বিশেষে বিস্তর পার্থক্য দেখা যায়.... তবে জীবন যে
এক মহামূল্যবান হিসাবে সৃষ্টি কর্তার দান তা অনেকেই বুঝতে চাইনা.... কেউ
টাকার পাহাড় আর সম্পদের স্তুপ ের মধ্যে থেকেও সুখ পায়না আবার কেউ কুঁড়েঘরের
ছোট্ট একটা খিড়কির পাশে বসেও ঝিরিঝিরি বাতাসে জীবনকে অসাধারণ এক সুখ
প্রশান্তির বাহন হিসাবে মনে করে,,, একজন মনের মাধুরী মিলিয়ে সারাজীবন
ধ্বংসলীলা চালিয়ে যায় এই ভেবে যে কি আছে জীবনে জন্মেছি একদিন আর মোরব
একদিন, আবার কারও কাছে জীবন মানে সৃষ্টি, সাফল্য, ব্যার্থতা আর জয় পরাজয়ের
এক মহা মিলন - জীবন ক্ষণস্থায়ী কিন্তু জীবনের ভালমন্দ অর্জনগুলো
দীর্ঘস্থায়ী. সামিউল বাবু ঠিকই বলেছেন জীবনের মানে বা সুখ আপেক্ষিক.....
সবাই জীবনের সঠিক মানেটি খুঁজে পাক এই কামনায়.
Our facebook Page Link
সবাই জীবনের সঠিক মানেটি খুঁজে পাক এই কামনায়.
Our facebook Page Link
No comments