মিউজিক
বাংলাদেশি গান শুনেননা...!! হিন্দি গানে মগ্ন থাকেন এই টাইপ পাবলিকরা একটু
কাছে আসো। তুমি বাংলাদেশি মিউজিসিয়ান বলতে চেনো আরেফিন রুমি,ইমরান, পড়শি,
হাবীব আর কাজী শুভ মার্কা পাবলিকদের। এরা বাংলা মিউজিককে কি দিয়েছে? .
আমাদের পপ গুরু ছিল। "রেল লাইনের ঐ বস্তিতে" শুনে দেখ। তুমি ওয়ারফেজ চিনো?
আর্টসেল, এসেজ, অর্থহীন, শিরোনামহীন, চিরকুট, ব্ল্যাক, মিনারভা,
আরবোভাইরাস, নেমেসিস, রিকল, শুন্য চিনো? ১৬ মিনিট ২০ সেকেন্ডের এক মহাকাব্য
"অনিকেত প্রান্তর'' এর মানে জানো? শূন্যর বেদনা অনুভব করছ?
বেজ বাবার নাম শুনছো? রাফার মত মিউজিসিয়ান একটা দেখাও তো হিন্দী মিউজিকে? নাহিয়ান উপমহাদেশের Fastest Riff Guitarist. তোমরা অনি হাসানের গিটার প্লে দেখছো? ফুয়াদ ভাই কে নিয়ে কোন আইডিয়া আছে? শিরোনামহীন এর lyrics এর মর্মার্থ বোঝো? গানের ভেরিয়েশন চাও? শহরতলীরর গান শুনে দেখ। সহজিয়া, মেঘদল এর নাম জানো? তোমার ফোক গান ভালো লাগে? জলের গান স্পন্দন ১৯৭২ ট্রাই করে দেখ। লালন ব্যান্ড, সাবকন্সাস, ব্যান্ড কে চিনে নাও। সোলস, রেনেসাঁ, ফিডব্যাক, মাইলস কোন আমলের ব্যান্ড আইডিয়া আছে? আমাদের একজন জেমস ভাই আছে। আমাদের একজন বাচ্চু ভাই আছে। আমাদের আছে ক্রিপটিক ফেট, পাওয়ারসার্জ,ডি করস্টার শুভ, ডিফারেন্ট টাচ। অর্ণব, এলিটা , তপু আছে ইমোশনাল করার জন্য। বর্তমানকালে এশিয়ার মধ্যে মোস্ট প্রমিজিং ব্যান্ড গ্রুপ গুলো বাংলাদেশ এর! আন্ডারগ্রাউন্ড মিউজিক নিয়ে কিছু বললাম না। অনুভব করেই দেখো বুঝবে এগুলা কি জিনিস।
Our facebook Page Link
বেজ বাবার নাম শুনছো? রাফার মত মিউজিসিয়ান একটা দেখাও তো হিন্দী মিউজিকে? নাহিয়ান উপমহাদেশের Fastest Riff Guitarist. তোমরা অনি হাসানের গিটার প্লে দেখছো? ফুয়াদ ভাই কে নিয়ে কোন আইডিয়া আছে? শিরোনামহীন এর lyrics এর মর্মার্থ বোঝো? গানের ভেরিয়েশন চাও? শহরতলীরর গান শুনে দেখ। সহজিয়া, মেঘদল এর নাম জানো? তোমার ফোক গান ভালো লাগে? জলের গান স্পন্দন ১৯৭২ ট্রাই করে দেখ। লালন ব্যান্ড, সাবকন্সাস, ব্যান্ড কে চিনে নাও। সোলস, রেনেসাঁ, ফিডব্যাক, মাইলস কোন আমলের ব্যান্ড আইডিয়া আছে? আমাদের একজন জেমস ভাই আছে। আমাদের একজন বাচ্চু ভাই আছে। আমাদের আছে ক্রিপটিক ফেট, পাওয়ারসার্জ,ডি করস্টার শুভ, ডিফারেন্ট টাচ। অর্ণব, এলিটা , তপু আছে ইমোশনাল করার জন্য। বর্তমানকালে এশিয়ার মধ্যে মোস্ট প্রমিজিং ব্যান্ড গ্রুপ গুলো বাংলাদেশ এর! আন্ডারগ্রাউন্ড মিউজিক নিয়ে কিছু বললাম না। অনুভব করেই দেখো বুঝবে এগুলা কি জিনিস।
Our facebook Page Link
No comments