Header Ads

একাকিত্বের কোনো মানে নেই

একাকিত্বের কোনো মানে নেই ,
কোনো মানে নেই ,
নিরব চিত্তে গান নেই ,
কোনো গানে নেই । - [ ২ বার ]
হলদে বাতাসে ওড়ে,
খসে পড়া পাখির পালক ।
স্মৃতি জাল হাতড়ে মরে ,
কোন এক বিষণ্ণ বালক ।

আজ সে কোথায় আছে?
কোথা সে রঙের শহর?
সেখানে কী গাঢ় রাত হয় ?
নেমে আসে কাকভোর ? - [ ২ বার ]

কাটাছেড়া ,
গাঢ় রাতের আলাপন,
তবে প্রস্থান কেন এমন ?
বিনিদ্রক্ষন সঙ্গী যখন ।
এ কোন জীবন ?
এ কোন জীবন ?
বদলে গেছে ।  - [ ২ বার ]

আজ সে কোথায় আছে?
কোথা সে রঙের শহর?
সেখানে কী গাঢ় রাত হয় ?
নেমে আসে কাকভোর ? - [ ২ বার ]
একাকিত্বের কোনো মানে নেই ,
কোনো মানে নেই ,
নিরব চিত্তে গান নেই ,
কোনো গানে নেই । - [ ২ বার ]

হলদে বাতাসে ওড়ে,
খসে পড়া পাখির পালক ।
স্মৃতি জাল হাতড়ে মরে ,
কোন এক বিষণ্ণ বালক ।


আজ সে কোথায় আছে?
কোথা সে রঙের শহর?
সেখানে কী গাঢ় রাত হয় ?
নেমে আসে কাকভোর ? - [ ২ বার ]
][ সমাপ্ত ][

No comments

Powered by Blogger.