Header Ads

বাবা

এক ছেলে তার বাবাকে বলছে,
সামনের মাসে আমার পরীক্ষার ফলা ফল দিবে।
আমি A+ পেলে আমাকে একটা মটর বাইক কিনে দিতে হবে।
পরীক্ষার ফলাফল যে দিন বের হয় তখন ছেলে খুব খুশী হয়ে
বাবার কাছে এসে বলছে বাবা আমি A+ পেয়েছি।
এইবার কিন্তু আমাকে বাইক একটা কিনে দিতেই হবে।
বাবার চোখে গোপনে কান্না আসলো, ভাবতে লাগলেন কিভাবে ছেলেকে খুশী করা যায়।
এরপর বাবা বললেন,আমি তোমার উপহার
তোমার পড়ার টেবিলের উপর রেখে এসেছি।
ছেকে গিয়ে দেখল একটা বাক্স,
ছেলে ভাবতে লাগল এইটাতে চাবি আছে।
কিন্তু খুলে দেখে এর ভেতরে একটা কোরআন শরীফ।
ছেলে রাগ করে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল।
এবং কয়েকদিন পরেই বিদেশে চকে গেল
পড়ালেখা করার জন্য।
বিদেশে যাওয়ার পর বাবার সাথে
কোন যোগাযোগ করে নাই ছেলেটা।
কয়েক বছর পর একদিন কল আসল ছেলেটির কাছে।
জানতে পারল বাবা খুব অসুস্থ, বাবা তার জন্য কান্নাকাটি করে সবসম।
কিন্তু ছেলেটি বাবাকে দেখতে যায়নি
কয়েক দিন পর ছেলেটির কাছে আরেকটি কল আসে।
জানতে পারল তার বাবা মারা গেছেন।
বাবা,র মারা যাবার পর ছেলেটি দেশে আসে
কারণ ঘরবাড়ি সব তার নামে করে দিয়ে গেছেন তার বাবা।
এবং এই -সবকিছু তাকেই দেখাশোনা করতে হবে।
তার পর একদিন ছেলেটির তার বাবার কথা মনে পড়ল এবং বাবার ঘরে গিয়ে কাঁদতে লাগল।
হঠাৎ দেখল তার বাবার পড়ার টেবিলে উপরে সেই বাক্স,
যে বাক্স তার বাবা তাকে দিয়েছিলেন উপহার হিসেবে।
ছেলে উজু করে এসে কোরআন শরীফটা
খুলে পড়তে লাগল।হঠাৎ করেই কোরান শরোফের ভেতর থেকে একটা চাবি পড়ল।
প্রথম দিনের চাবি।
এবং একটা চিঠি পেল।
যেখানে লিখা ছিল,
বাবা আমি অনেক খুশি যে তুমি A+পেয়েছ।
আমি চাইব তুমি আল্লাহর পরীক্ষাতেও এই ভাবে A+ পাও।
আর এই চাবিটা হচ্ছে তোমার নতুন মটর বাইকের চাবি,
আমাদের গ্যারেজে রাখা আছে তোমার নতুন বাইক।
ছেলেটির চোখে জল চলে আসলো।
ভাবতে লাগলো আমার বাবা আমার জন্য তখনি বাইক কিনে চাবিটা
কোরআন শরীফে রেখে দিয়েছিলো।
ছেলেটি গ্যারেজে গেল এবং দেখতে পেল
তার সবচেয়ে পছন্দের বাইক সেখানে রাখা।
দেখে কান্না আর ধরে রাখতে পারলোনা।
আসলে পৃথিবীর কোন বাবা তার সন্তানের
অকল্যান চায়না,।


বাবা মাকে কখনো কষ্ট দেবেনা।
বাবা মা আমাদের সবছেয়ে আপনজন।
আশা করি সবাই বুজতে পারছেন।ভালো লাগলে।
লাইক, কমেন্টস আর শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন।

No comments

Powered by Blogger.