Header Ads

বন্ধু

বন্ধু আর বন্ধুত্ব দুটি শব্দের তাত্ত্বিক অর্থ ব্যক্তিবিশেষে বিস্তর ফারাক রয়েছে. আমার কাছে বন্ধু হল স্থান, কাল, পাত্র, ধর্ম, বর্ণ, বয়স, গোত্র সব ছাড়িয়ে একটা বোঝাপাড়ার সম্পর্ক যা একজন মানুষের জীবনের অর্জন হতে পারে.... যারা সুখে দুঃখ, ভাল -মন্দে সর্বদা আমার সহযাত্রী হয়ে থাকবে, আমার সুখ আমার মত করে অনুভব করবে,,, আমার কষ্টে আমার মত করে ক্লিষ্ট হবে সেই আমার বন্ধু... বন্ধু তুমি ঠিক পাশে থেক জীবনে মরণে, সুখে, দুঃখে,,, জয়ে আর পরাজয়ে..... বন্ধু মানে আদি অন্ত ভালোবাসার এক জ্বলন্ত উদাহরণ.

No comments

Powered by Blogger.